“আযানের ধ্বনিতে আমি শুনি আল্লাহর বাণী
চল হে মানুষ,হে মুমিন,আল্লাহকে জানি।
চল সকলে আল্লাহর ডাকে আল্লাহর ঘরে যাই
সকল মিথ্যা ভুলে মোরা,এক কাতারে দাড়াই।
কেন বাধাও মিছে জঞ্জাল,কেন কর সুখ-সুখ
রাসুলের পথে এসো তারি মাঝে আছে সুখ।
ইসলামের ছায়া তলে,এসো মোরা বাধি ঘর
সত্যেকে ভালোবেসে,মিথ্যাকে কর পর।
ডাক তুমি আল্লাহকে,পবিএ চিত্তে ডাক
বিপদ আসে যদি তবে,ধ্যের্য ধরে থাক।
মহা প্রলয় এসে যদি ভাঙ্গে তোমার ঘর
হারিওনা সাহস তবু ‘হোকনা সবাই পর।
দুঃখের মাঝে স্বরন রেখ “আল্লাহর নাম
একদিন তুমি পাবে তার শ্রেষ্ট প্রতিদান।
যদি চল আধাঁর পথে ভুলে আল্লাহর নাম
থাক যদি সপ্নের ঘোরে বন্ধ করে আখিঁ
একদিন সপ্ন ভাঙ্গবেই তোমার
দেখবে তখন রয়েছে সবই বাকি।
তোমার চিৎকারে সেদিন আসবেনা তো কেউ
যাকে আপন করেছিলে,এই দুনিয়াতে থাকি
উৎস: এসো তবে শান্তির পথে